বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এরশাদের মুক্তির দাবিতে খানসামা ও চিরিরবন্দরে জাপার বিক্ষোভ মিছিল

JAPA-bদিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় এইচ এম এরশাদের মুক্তির দাবীতে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত সন্ধায় খানসামা উপজেলার পাকেরহাট নামক স্থানে জাতীয় পার্টির নেতা আব্দুল আলিম হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফয়েজ উদ্দীন, মোস্তফা আহমেদ, মোরশেদুল আলম আলো, রনজিৎ বিশ্বাস প্রমুখ। এছাড়াও চিরিরবন্দরে সন্ধ্যায় ঘুঘুরাতলী মোড়ে মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এডঃ নুরুল আমিন সরকার, শাহিনুর ইসলাম, আছিউর রহমান, নুরুল আমিন মেম্বার, মিজানুর রহমান, মোশারফ হোসেন চৌধুরী প্রমুখ।