
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে গত বুধবার জাতীয় পার্টির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মুক্তির দাবীতে স্থানীয় জাতীয় পার্টির ডাকে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের তাজ মহল সিনেমা মোড়ে বেড়িকেট দিয়ে পিকেটিং করে। দুপুরে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশিদুল আলম, বীরগঞ্জ-কাহারোল জাতীয় পার্টির সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মোশারফ হোসনে, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ বদরম্নল রহমান নয়া মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কাওসার আলম শাহ প্রমুখ।
উলেস্নখ্য যে গত মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে পুরাতন শহীদ মিনার চত্বরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ থেকে এই হরতালের ঘোষনা দেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশিদুল আলম।