রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এরশাদ, রওশন ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Eidপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ আলম তাদের কাছে শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সংসদ ভবনের কার্যালয়ে তার সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলাম ঈদ কার্ড গ্রহণ করেন। এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে তার ব্যক্তিগত সচিব সাইফুল আলম ঈদ কার্ড গ্রহণ করেন। আজ বিকেল ৫টায় বেগম জিয়ার গুলশানের কার্যালয়ে তার বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ঈদ কার্ড গ্রহণ করেন।
এদিকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কার্ড পাঠিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির একটি প্রতিনিধি দল আজ বুধবার রাত পৌণে ৮টায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের কাছে শেখ হাসিনাকে দেয়া পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পৌঁছে দেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।
পরে সাংবাদিকদের সাথে আলপকালে বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন। আমরা সন্ধ্যায় এ কার্ড আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক সিকান্দার আলীর কাছে পৌছে দিয়েছি। প্রসঙ্গত ঈদ ও নববর্ষে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা একে অপরকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।

Spread the love