
ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে এক সংবর্ধনা দেওয়া হয়। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, পেস ক্লাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ- সভাপতি শাহীন ফেরদৌস, সাংবাদিক রফিকুল ইসলাম, মনসুর আলী, এস এম এ জসীম উদ্দিন, কামরুল ইসলাম রুবায়েত, ফজলে ইমাম বুলবুল। পরে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও প্রেসক্লাবে কমপ্লেক্স ভবন নির্মাণের অঙ্গিকার করেন।