
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ে জনগনের দৌরগোড়ায় সেবা পৌছে দিচ্ছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টেক্স আদায় বৃদ্ধি করতে হবে এবং এলজিএসপি প্রকল্পের বাস্তবায়ন যথাযথভাবে নিশ্চিত করতে হবে। তাহলে প্রকল্পের সফল হবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। মানুষ খুব সচেতন, মানুষের বর্তমানে চাহিদা যোগাযোগ ব্যবস্থা। বর্তমান সরকারের স্বাস্থ্য-শিক্ষা-কৃষিসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বর্তমানে দিনাজপুরে মাদকের খুবই ব্যবহার। আমাদের সন্তানদের মাদকের ছোবল থেকে দূরে রাখতে হবে। ২৯ মার্চ রোববার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে (কাঞ্চন) জেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় জেলা সমন্বয় কমিটির সভায় (ডিসিসি) সভাপতির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার দিনাজপুর এর (অতিরিক্ত দায়িত্ব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মোঃ তৌফিক ইমাম, স্থানীয় সরকার দিনাজপুর’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার মাফফারা তাসনীন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, বিরল উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল খায়রুম, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মতি, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন মোলা, বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশিষ্ট কমিটির সদস্যবৃন্দ। উক্ত সভায় দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এলজিএসপি-২ দিনাজপুরের ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ ওয়ালিউল ইসলাম চৌধুরী। দিনাজপুরের ১৩টি উপজেলায় ২০১৩-১৪ অর্থ বছরের এলজিএসপি-২ এর মোট বরাদ্দ ১৬,৩২,৯৮,৮১৪ ও পিবিজি মোট বরাদ্দ ২,২৭,৬৫,০৩৫ এবং বিবিজি মোট বরাদ্দ ১৪,০৫,৩৩,৭৭৯ টাকা। বাস্তবায়িত খাতওয়ারী প্রকল্পগুলি হচ্ছে পয়ঃ নিষ্কাশন, যোগাযোগ, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি ও বাজার, স্যানিটেশন, সক্ষমতা বৃদ্ধি, পানি সরবরাহ। প্রকল্পের সংখ্যা ১৭৩৩টি এবং প্রকল্প ভিত্তিক ব্যায় ১৬,৩২,৯৮,৮১৪ টাকা।