
ইনচন এশিয়ান গেমসে আজ রবিবার বাংলাদেশ কাবাডি দলের মিশন শুরু হচ্ছে। আজ রবিবার স্থানীয় সময় সকাল ৯.৩০ মিনিটে মহিলা দল নিজেদের প্রথম ম্যাচে সংদো গ্লোব্যাল ইউনিভার্সিটি জিমনেসিয়ামে ভারতের মুখোমুখি হবে। পুরুষ দলেরও প্রথম প্রতিপক্ষ এ ভারতই। শক্তিশালী ভারতের বিপক্ষে একই ভেন্যুতে দুপুর ২.০০টায় মুখোমুখি হবে বাংলাদেশ। অবশ্য এ প্রতিযোগিতা শুরু হবার দুদিন আগেই দক্ষিণ কোরিয়ায় চলে গেছে বাংলাদেশ পুরুষ ও মহিলা কাবাডি দল। এ দুদিন অনুশীলনও করেছে। শুক্রবার বিকেলে প্রায় ঘণ্টা খানেক অনুশীলন করেন দুদলের খেলোয়াড়রা। তবে শনিবার অনুশীলন করার ভেন্যু পাননি বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ফলে এথলেট ভিলেজেই সারতে হয় তাদের প্রস্তুতি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলেও শক্তিশালী ভারতের কাছে বার বার হারতে হয়েছে মালেকা ও জিয়াদের। এশিয়ান গেমসের মঞ্চেও বাংলাদেশের পুরুষ কাবাডি নিজেদেও ধারাবাহিকতা ধওে রাখতে পারেনি।
১৯৯০ সালে বেইজিং এবং ১৯৯৪ সালে হিরোশিমা এশিয়ান গেমসে দেশকে রুপা এনে দিয়েছিলো বাংলাদেশের পুুরুষ কাবাডি দলই। তবে ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে শ্রীলংকার সঙ্গে ২৪-২৪ পয়েন্টে ড্র করলেও নীট পয়েন্টে এগিয়ে থেকে ব্রোঞ্জ জেতে পুরুষ দল। ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে রৌপ্য পদকটি পুনরুদ্ধার করলেও ২০০৬ সালে দোহাতে ফের ২য় স্থানটি খুইয়ে বসে।
২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসই জিয়াউরদের জন্য দুঃখ বয়ে আনে। কারণ ওই গেমসে ৫মস্থান অর্জন করার পর দীর্ঘ ৪ বছর আন্তর্জাতিক কোন গেমস এবং টুর্নামেন্টে খেলা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। তারপরও এবারের গেমসে ভালো করার ব্যপাওে প্রত্যয়ী তারা। পুরুষ কাবাডি দলের ম্যানেজার নিজামউদ্দিন চৌধুরী পারভেজ বলেন, অনেক কঠিন অনুশীলন করেছেন জিয়াউর রহমানরা। এখন আত্মবিশ্বাসের সঙ্গে খেললেই ভালো করতে পারবে তারা।
কোচ আবদুল জলিল বলেন, আমাদের গ্রুপটা বেশ কঠিন। ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। থাইল্যান্ডকে নিয়ে তেমন ভাবনা নেই আমাদের। তবে পাকিস্তানকে হারাতে পারলেই অন্তত ব্রোঞ্জপদক নিশ্চিত হবে। আর সে আত্মবিশ্বাস নিয়েই ছেলেদের খেলতে বলেছি। তিনি বলেন, গেমসে আমাদের একমাত্র বড় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলবো আমরা। জিয়াউর রহমানরা ভালো খেলবে এটাই প্রত্যাশা করি। তাছাড়া জিয়া ও আরদুজ্জামান ভারতের পেশাদার কাবাডি লীগ প্রোকাবাডিতে খেলে এসেছেন। আশাকরি সে খেলার কিছুটা ধার তারা দেখাবেন।
অন্যদিকে মহিলা দল টানা ২য়বারের মতো পদক জেতার আশায় ইনচন গেছে। গুয়াংজুতে দেশকে একমাত্র ব্রোঞ্জপদকটি এনে দিয়েছিলেন শাহনাজ পারভীনরা। এরপর গেল ৪ বছরে প্রায় সব কটি বিচ গেমস ও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন তারা। তাই তাদের কাছ থেকে পদক প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। নিজের মেয়েদের উপর আত্মবিশ্বাস রয়েছে বলেই জানান মহিলা কাবাডি দলের কোচ সুবিমল চন্দ্র। তিনি বলেন, দীর্ঘদিন নিবিড় অনুশীলন করানো হয়েছে মালেকাদের। আশাকরি তারা হতাশ করবে না। তবে আমরা ভারতকে না পারলেও দক্ষিণ কোরিয়াকে হারাতে চেষ্টা করবো। স্বাগতিকদেরকে হারাতে পারলেই ফের ব্রোঞ্জপদক নিশ্চিত হবে আমাদের।