
এশিয়ান গেমসে এথলেট ভিলেজ থেকে এবার ১ বাংলাদেশীসহ ৭ এথলেট পালিয়েছে। তাদের খোঁজে এখন ব্যস্ত রয়েছে দক্ষিণ কোরিয়ান পুলিশ কর্তৃপক্ষ। গতকাল বুধবার পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এ ৭ জনের মধ্যে ১ জন বাংলাদেশী ছাড়াও ৩ জন নেপাল, ২ জন শ্রীলংকার ও ১ জন ফিলিস্তিনি এথলেট রয়েছে। পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, পালিয়ে যাওয়া এথলেটদের সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য আমরা দক্ষিণ কোরিয়ার যে সমস্ত এলাকায় ওই দেশগুলোর বেশীরভাগ মানুষ কাজ করে সেসব জায়গাগুলোতে খোঁজ চালাচ্ছি। প্রসঙ্গত এশিয়ান অধিবাসীরা রাজধানী সিওলের আশেপাশে ৩ টি স্যাটেলাইট শহরে মূলত বসবাস করে। শহরগুলো হচ্ছে ইনচন, বুচেন এবং আনসান।
ওই কর্মকর্তা জানান, যখন আমরা তাদেরকে খুঁজে পাব তখনই আমরা তাৎক্ষনিকভাবে দেশ ছেড়ে যাবার নির্দেশ দিব। যেহেতু তাদের ভিসার মেয়াদ আগামী ১৯ অক্টোবর পর্যন্ত রয়েছে। তাই এ সময়ের মধ্যেই আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। জানা যায়, এর আগেও এশিয়ান গেমসের মত ক্রীড়া আসরগুলো থেকে খেলোয়াড় পালিয়ে যাবার রেকর্ড রয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোতে এ ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে।
এশিয়ান গেমস থেকে এথলেটদের পালানোর পিছনে দক্ষিণ এশিয়ার দেশগুলোই মূলত দায়ী। ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে এ অঞ্চল থেকে ১৬ জন খেলোয়াড় অবৈধভাবে পালিয়ে গিয়েছিল। প্রতি বছর দক্ষিণ কোরিয়ান সরকার ভিয়েতনাম এবং ফিলিস্তিত ছাড়াও দক্ষিণ এশিয়ান দেশগুলো থেকে প্রচুর বিদেশী শ্রমিকদের ভিসা দিয়ে থাকে। এর বাইরেও প্রায় ২ লক্ষ বিদেশী শ্রমিক বিভিন্ন শিল্প কারখানায় অবৈধভাবে কর্মরত রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।