মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

এশিয়ান রাগবি ইউনিয়নের সদস্য হলো বাংলাদেশ

এশিয়ান রাগবি ফুটবল ইউনিয়নের সদস্য পদ লাভ করেছে বাংলাদেশ রাগবি ইউনিয়ন। দুবাইয়ে গত ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত এশিয়ান রাগবি ফুটবল ইউনিয়নের কংগ্রেসে সদস্য দেশগুলোর সমর্থনে বাংলাদেশ রাগবি ইউনিয়নকে সদস্য পদ প্রদান করা হয়েছে। বাংলাদেশকে সদস্য পদ দেয়ার ক্ষেত্রে সমর্থন দিয়েছে উজবেকিস্তান, লেবানন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান।
বাংলাদেশ রাগবি ইউনিয়ন ২০১২ ও ২০১৩ সালে এশিয়ার সদস্য হওয়ার জন্য আবেদন করে এবং প্রয়োজনীয় সকল নথিপত্র প্রেরণ করে। এশিয়ান রাগবি ফুটবল ইউনিয়ন বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে সদস্য পদ প্রদান করেছে বলে জানিয়েছে বাংলাদেশ রাগবি ইউনিয়ন।

Spread the love