মঙ্গলবার থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে । এ আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়া কাপে এবারই প্রথম যুক্ত হলো আফগানিস্তান। এবারের এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
দুপুর দু’টায় নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান গণি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরদিন একই মাঠে লড়বে পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ।
এই টুর্নামেন্টে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পাঁচ ম্যাচ খান সাহেব ওসমান গণি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ফাইনালসহ বাকি ছয়টি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।