বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এশিয়া কাপ শুরু মঙ্গলবার

Asia Capমঙ্গলবার থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে । এ আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়া কাপে এবারই প্রথম যুক্ত হলো আফগানিস্তান। এবারের এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

দুপুর দু’টায় নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান গণি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরদিন একই মাঠে লড়বে পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ।

এই টুর্নামেন্টে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পাঁচ ম্যাচ খান সাহেব ওসমান গণি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ফাইনালসহ বাকি ছয়টি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

Spread the love