
দুটি ছবির মধ্যে সবার আগে যে পার্থক্য প্রথম ছবিতে চোখে পড়ে তা হলো পঞ্চগড়ে শিক্ষা অর্জনের জন্য আর্থিক সহায়তা পাওয়ার পরেও আশার আলো টিকে থাকার একটি মায়াবী চেহারা। অপর দিকে সম্মান এবং অর্জনের গৌড়ব চোখে-মুখে কমনওয়েলথ স্কলারশিপের স্কলারদের, সেটাও শিক্ষা অর্জনের আর্থিক সহায়তা পাওয়ার।
উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন আবশ্যক হয়ে উঠে কারোও কারোও জীবনে। আমিও এই অবস্থার সম্মুখীন হয়েছিলাম, এক বিশ্ববিদ্যালয়ে দুই মাস পড়ার পড়ে যখন আরেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো তখন আর্থিক সহায়তা না পেলে হয়তো আমার স্বপ্নের বিশ্ববিদ্যলয়ে সুযোগ পেয়েও পড়া হতো না। আমি সেই টাকা ধার নিয়েছিলাম, চাকুরি করার পড়ে পরিশোধ করি। কিন্তু, কারোও জন্য হয়তো ধার নেয়ার সুযোগটাও থাকে না।
শুধুমাত্র দরিদ্র্য ও মেধাবী হিসেবে শিক্ষার জন্য আর্থিক সহায়তা পাওয়াটাতে অর্জন থাকে না । কোনও কাঠামোর মধ্য দিয়ে গিয়ে অর্জনের বিষয় থাকে না বলেই হয়তো সহায়তা পাওয়ার পরেও আত্মবিশ্বাসী চেহারাটা দেখা যায় না মেধাবীদের । মেধা সব সময় সম্মানের, একটি মেধার চলতি পথে কোনও অবদান রাখার বিষয়টি দায়িত্বের। একজন মেধাবী শুধু তার পরিবারের সম্পদ না সে পৃথিবীর সম্পত্তি। মেধাকে আগলে রাখার দায়িত্বটাও তার পরিবার ছাড়িয়ে সমাজের এবং দেশের উপরে পড়ে। একটা স্কলারশিপ বা মেধা বৃত্তি শুধু শিক্ষা গত অর্জনে অনুঘটক হিসেবে কাজ করে না এটা সম্মানেরও যখন এটাকে অর্জন করা হয়।
একটি মেধার চলার পথকে সুগম করার জন্য উদ্বুধকরণ এবং এডমিশন গাইডলাইনসহ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাকালীন বাসস্থান ও নতুন জায়গা পরিচিতি সাপোর্ট এসএবিডি ২০০৯ সাল থেকে দিয়ে আসছে। এবার যোগ হলো আর্থিক বিষয়টাও। এসএবিডি’র ভাবনায় আছে বীরগঞ্জের মেধাবীদের চলার রাস্তাকে আরোও মসৃন ও সম্মানের করে তোলা। শিক্ষার কথা আসলেই চীনও চলে আসে। আলিবাবার প্রতিষ্ঠাতা চাইনিজ দার্শনিক জ্যাক মা’র মতে “আমাদের কখনো টাকার অভাব হয় না, আমাদের অভাব হয় সে ব্যক্তিদের যাদের স্বপ্ন আছে, যারা এই স্বপ্নগুলোর জন্য মরে যেতেও রাজি থাকে” । স্বপ্ন গুলো বেচে থাকুক আনন্দে, নিজেকে সুখী মনে করবো সেই স্বপ্ন বাস্তবায়নে সারথী হতে পারলে ।
লেখক-মাহমুদুল হাসান
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এবং পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব সাউদাম্পটন, ইউকে