বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার ফলাফলে বড়পুকুরিয়া কয়লা খনির স্কুল শীর্ষে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইন বিদ্যালয় এসএসসি পরীক্ষায় ফলাফলে  পার্বতীপুর উপজেলার মধ্যে শীর্ষ স্থান দখল করেছে। পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩ জন জিপি-এ -৫ এবং ২ জন জিপিএ গ্রেড পেয়েছে। এতে ১৯ জন গোল্ডেন জিপিএ অর্জন করে। বড়পুকুরিয়া কোল মাইন স্কুলটি ২০০৮ সালে প্রতিষ্টিত হওয়ার পর  গত শিক্ষাবর্ষে প্রথম এসএসসি  পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বিদ্যালয়টিতে দক্ষ শিক্ষক ও খনির কর্মকর্তাদের ব্যবস্থাপনায় এবং আন্তরিক প্রচেষ্টায় ইতিমধ্যে এলাকায় সুনাম ছড়িয়ে পড়েছে।