দিনাজপুর প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারম্যান মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিচালক এ্যাড. সুলতানা কামালসহ কমিশনের অন্যান্যদের বহনকারী গাড়ীতে রাঙ্গামাটি ওমদা মিয়া হিল এলাকায় গত ৫ জুলাই’ ১৪ তারিখে হামলার প্রতিবাদে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) দিনাজপুর এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
গতকাল সোমবার এইচআরডিএফ দিনাজপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক ও দেশীও ভাবে খ্যাতনামা মানবাধিকার কর্মী আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিচালক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মানবাধিকার কমিশনের কো-চেয়ারম্যান এ্যাড. সুলতানা এর নেতৃত্বে টিআইবি’র পরিচালক ইফতেখারুজ্জামান, বাষ্টের নির্বাহী পরিচালক, ব্যারিস্টার সারাহ হোসেন এবং হিল উইম্যান্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ইলিরা দেওয়ানসহ কমিশনের অন্যান্য সদস্যদের বহনকারী গাড়ীতে হামলায় ইফতেখারুজ্জামান, ইলিরা দেওয়ান ও ওসি মনু ইমতিয়াজ সোহেলের আহত হওয়ার ঘটনায় এইচআরডিএফ দিনাজপুর শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে।