বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

এ কেমন শত্রুতা?

বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেনিহারী গ্রামের স্বামী পরিত্যক্তা সহায় সম্বলহীন মহিলা মোছাঃ বানু (৪০) এর একমাত্র মাথা গুজার ঠাই শোয়ার ঘরে কে-বা কাহারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। কান্নাজড়িত কন্ঠে স্বামী পরিত্যক্তা অসাহয় মোছাঃ বানু জানান, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বনডাঙ্গা গ্রামে মৃত তছিরউদ্দীন এর মেয়ে মোছাঃ বানুর স্বামী তাকে ছেড়ে চলে যায় একমাত্র সন্তান বিয়ে করে বউ নিয়ে অন্যত্র থাকে। জীবন জীবিকার সন্ধ্যানে ২ বছরে পুর্বে সে একাই বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের জনৈকা আনোয়ারার কাছ থেকে সোয়া শতক খাস জমি কিনে সেখানে একটি বেড়ার ঘর করে বসবাস করতে থাকে। মানুষের বাড়ী ও মাঠে কাজ করে দুইবেলা দুইমুঠো ভাত জোগার করে রাতে সেই ঘরে ঘুমায়। সেই শেষ সম্বলটুকু তার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। আগুনে তার ঘরের শোয়ার খাট, শাড়ী কাপড়, বিভিন্ন আসবাসপত্র সহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। শত্র“তা মূলক ভাবে কে এই অমানবিক কাজটি করতে পারে বিষয়টি ভেবে পাচ্ছে না অসহায় মহিলা বানু বেগম। সে এখন কি খাবে? কি পড়বে? কোথায় আশ্রয় নিবে এটাই তার প্রশ্ন?

Spread the love