মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঐক্যের কথা বলে বাঙালি জাতিকে উপহাস করে বিএনপি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একদিকে কমিটিতে যুদ্ধাপরাধীদের ছেলেদের এবং স্বাধীনতা বিরোধীদের রাখে, জঙ্গি হামলাকারীদের সমর্থন দেয়। অন্যদিকে জাতীয় ঐক্যের কথা বলে। আসলে এরা জাতীয় ঐক্যের কথা বলে বাঙালি জাতিকে উপহাস করে।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অবিনশ্বর তুমি পিতা’ শিরোনামে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র এবং তার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনীমূলক অনুষ্ঠানটির আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সমগ্র বাংলার মানুষ আজ এক। প্রধানমন্ত্রী বলেছেন, ঘরে ঘরে জঙ্গিবাদ বিরোধী দুর্গ গড়ে তুলতে। সেই দুর্গ ইতোমধ্যে গড়ে উঠেছে। মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ। সুতরাং এ ঐক্যবদ্ধ জাতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।’

বিএনপি জঙ্গিদের পক্ষে ওকালতি করছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন, কল্যাণপুরে নিহতদের সবাই জঙ্গি না। তাদের ভাষ্য অনুযায়ী এরা যদি জঙ্গি না হয়, তাহলে বিভিন্ন এলাকার হয়েও এরা কীভাবে একই জায়গায় একত্রিত হয়? জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য এদেরকে ছেলে হিসেবে মা-বাবা স্বীকার করে না। অথচ তাদের পক্ষে ওকালতি করে বিএনপি।’

সংগঠনের সভাপতি কানতারা খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।