শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘ঐক্য গড়তে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়েই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদর্শিত পথেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে দাবি করেছে দেশের বিশিষ্ট নাগরিকরা। রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা বক্তারা বলেছেন, জাতীয় ঐক্য নেতার সাথে নেতার বা দলের সাথে দলের ঐক্য নয়। জনগণের ঐক্যই হলো জাতীয় ঐক্য। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাথে মুসলিম লীগের ঐক্য প্রতিষ্ঠিত হলে দেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও বিপথগামী তারুন্য : প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক সমাজের সহ-সভাপতি খোন্দকার ইব্রাহীম খালেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম নূর-উন-নবী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) হেলাল মোর্শেদ খাঁন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল(অব.) আব্দুর রশিদ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাপতি একেএমএ হামিদ।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কাজী খলিকুজ্জামান আহমদ এবং সভা পরিচালনা করেন সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ম. হামিদ। খলিকুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে ধর্মান্ধতা ও জঙ্গীবাদের স্থান থাকতে পারে না। তা নির্মূলে স্ব স্ব অবস্থান থেকে আমাদের সকলকে অবদান রাখতে হবে। তিনি বলেন, জঙ্গীবাদ প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বিত প্রচেষ্ঠা খুবই জরুরি।
খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য জঙ্গিবাদের সৃষ্টি বলে যারা বলে থাকেন তাদের উদ্দেশ্য হলো দেশে একটি মধ্যবতী নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনা। তিনি বলেন, কেননা যে সকল দেশে গণতন্ত্র ও মানবাধিকার রয়েছে সে সকল দেশে জঙ্গী হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়ামে জঙ্গীবাদী হামলা হলেও চীন ও ইরানের কোন হামলার ঘটনা ঘটেনি।
বিশ্বব্যাংকের সাবেক এ কর্মকতা বলেন, জঙ্গী হামলা মোকাবেলার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সৎ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে এবং প্রয়োজনে তুরস্কের মত শত শত সরকারি কর্মকর্তাদের পেনশন দিয়ে অবসরে পাঠাতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদর্শিত পথেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ধর্মের নামে মানুষ হত্যা আর বর্তমানে জিহাদের নামে দেশের নিরীহ মানুষ হত্যার মধ্যে কোন পার্থক্য নেই। তিনি বলেন, পবিত্র ধর্মের নামে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার অবলম্বন হিসেবে একটি মহল ইসলাম ধর্মকে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য সরকারের একটি বড় বরাদ্ধ রাখা উচিত। আর তাহলে নিরীহ মানুষ হত্যা করে যারা ক্ষমতা দখল করতে চায় তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে।
সেলিনা হোসেন বলেন, জঙ্গীবাদ প্রতিরোধে সরকারী উদ্যোগের সাথে নাগরিক সমাজের প্রচেষ্ঠার মধ্যে সমন্নয় সাধন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ রাখাসহ সহ শিক্ষা কার্যক্রমের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
একেএমএ হামিদ বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দেশের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সাথে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শব্দটি যোগ করতে হবে। তিনি বলেন, তা না হলে সাময়িকভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রন করা গেলেও তা স্থায়ী হবে না। স্বাধীনতার আগে যেমন আমরা ভাষা আন্দোলন থেকে অনুপ্রেরণা লাভ করেছি তেমনি এখন মুক্তিযুদ্ধ থেকে অনুপ্রেরণা লাভ করতে হবে।
মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খাঁন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি যারা সৃজনশীল লেখার সাথে জড়িত তাদের নিয়ে একটি কমিটি করা উচিত। তিনি বলেন, সৃজনশীল লেখকরা পরবর্তী জঙ্গী হামলার ধরন কেমন হতে পারে তা গোয়েন্দাদের এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারনা দিতে পারে।
মো. শফিকুর রহমান বলেন, অবৈধভাবে অর্জিত সম্পদশালীদের সন্তানরা হতাশাগ্রস্ত হয়ে পড়ার কারণ হলো তাদের বড় হওয়ার স্বপ্ন থাকে না। আর এ হতাশা থেকে ধর্মান্ধতার সৃষ্টি হয়। আর এ ধর্মান্ধতা থেকে বিত্তবানদের সন্তানরা জঙ্গীবাদী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।