মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে ৩ দেশের রাষ্ট্রদুত

দিনাজপুর প্রতিনিধিঃ উপমহাদেশের ঐতিহাসিক দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শন কালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. পংকশ সরেণ বলেন, সার্কভূক্তদেশ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটানসহ চার দেশের ব্যবস্থা-বানিজ্য সম্প্রসারণ করার লক্ষ্যে সমস্যা সমুহ দুরীকরণ এবং ভিসা পদ্ধতি সহতর করে ব্যবসায়িক বিষয়গুলি আরও গতিশীল করতে বাংলদেশের স্থলবন্দর পরিদর্শন কর্মসূচীর অংশ হিসেবে আমাদের এই সফর।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. পংকশ সরেণ ঐতিহাসিক দিনাজপুরের কামত্মজিউ মন্দির পরিদর্শন কালে উক্ত বক্তব্য রাখেন।

 

 

এ সময় নেপালের রাষ্ট্রদুত মি. হরি কুমার শ্রেষ্ঠা, ভূটানের রাষ্ট্রদুত মিস. ওম পেমা চোডেন উপস্থিত ছিলেন।

 

ঐতিহাসিক দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শন কালে অতিথিদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কাহরোল উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, সহকারী পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল,অসিত কুমার ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্র ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

 

অতিথিবৃন্দ কান্তজিউ মন্দিরকে আন্তর্জাতিক মানের পর্যটন হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Spread the love