রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ওয়ানডেতে ৫ হাজার বল খেলার রেকর্ড তামিমের

ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার বল খেলার মাইলফলকও স্পর্শ করলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ওয়ানডেতে ৯৮ বল মোকাবেলা করে ওয়ানডে ক্যারিয়ারে বল মোকাবেলার সংখ্যাটাকে ৫০০৮-এ নিয়ে গেছেন তিনি। ২য় ওয়ানডের আগে এ তালিকার শীর্ষে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল-হাসান। নতুন মাইফলক স্পর্শ করে বল মোকাবেলায় বাংলাদেশীদের মধ্যে এখন শীর্ষে রয়েছেন তামিম নিজেই।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছেন সাকিব। ২য়স্থানে রয়েছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ২য় ওয়ানডের আগে বল মোকাবেলাতেও শীর্ষে ছিলেন সাকিব। তবে ২য় ম্যাচের পর সাকিবকে সরিয়ে শীর্ষস্থানটি দখল করেছেন তামিম।
চট্রগ্রামে ২য় ম্যাচে ৯৮ বল মোকাবেলা করে ৭৬ রান করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম। আর তাতেই প্রিয় বন্ধু সাকিবকে সড়িয়ে বাংলাদেশীদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি বল মোকাবেলার তালিকায় শীর্ষে উঠে যান তামিম। সেই সাথে ৫ হাজার বল খেলার মাইলফলকও স্পর্শ করলেন তিনি।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৫০০৮টি বল মোকাবেলা করেছেন তামিম। ৪৯৬৩টি বল মোকাবেলা করে সেই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন সাকিব। ৪৯৪৬টি বল মোকাবেলা করে তৃতীয়স্থানে নিজের নাম রেখেছেন মোহাম্মদ আশরাফুল।

Spread the love