মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কমছে পেঁয়াজের দাম

1385099528imagesপ্রতিদিন নিউজ :  কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দেশী পেঁয়াজ কেজিতে ২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমছে।

ব্যবসায়ীদের মতে, এতদিন বাজারে দেশী পেয়াজের সংকট ছিল। এখন দেশী পেঁয়াজ বাজারে আসার কারণেই পেয়াজের দাম কমছে।  তারা আশা করেছেন, পেঁয়াজের দাম আরো কমবে । তবে দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হলে দাম আবারো বাড়তে পারে।

রাজধানীর কাঁচাবাজারগুলো ঘুরে দেখা গেছে প্রতিকেজি দেশী পেঁয়াজ ৯০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা,  চায়না  রসুন ৮০ টাকা, দেশি রসুন ৮৫ টাকা, শুকনা মরিচ ২০০ টাকা, হলুদ ১৩০ টাকা,  আটা (প্যাকেট) ৩৮ টাকা, ময়দা (প্যাকেট) ৪৮ টাকা, দেশী মশুর ডাল ১২০ টাকা, ভারতীয় মশুর ডাল ৮০ টাকা, খেসারি ডাল ৪০ টাকা, মুগ ডাল ১২৫ টাকা, ছোলা ৪০ টাকা, অ্যাংকর ডাল ৪০ টাকা, মাসকলাই ৯০ টাকা,  চিনি ৫০ টাকা ও প্রতি লিটার সয়াবিন খোলা ১১৫ টাকা ও বোতলজাত  সয়াবিন ১২০ টাকা, পাম সুপার  ৮৫ টাকা লিটার হিসাবে বিক্রি হচ্ছে।

Spread the love