দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ দিনাজপুর জেলা শাখার দপ্তর সম্পাদক পার্টির একনিষ্ট কর্মী ও নিবেদিত প্রাণ, বিশিস্ট সংগঠক, ত্যাগী কমরেড নাজমুল হক গতকাল সোমবার হৃদ রোগ জনিত রোগে আক্রান্ত ইন্তেকাল করেন (ইন্না— রাজেউন)। তার মৃত্যুতে জেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাড.লিয়াকত আলী সহ সকল নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছে। শোক বার্তায় এ্যাড.লিয়াকত আলী বলেন, পার্টির নেতা অনেকেই হতে পারে কিন্তু একজন নিষ্ঠাবান কর্মী হওয়ার খুবই কষ্টকর। আমরা একজন সৎ নিষ্ঠাবান ও পার্টির নিবেদিত কর্মীকে হারালাম। তার মৃত্যুতে পার্টির সাংগঠনিক কর্মকান্ডে যে অভাব দেখা দেবে। আমরা তা সবাই মিলে পুরণ করবো। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
কমরেড নাজমুল হকের মৃত্যুতে জেলা জাসদ নেতৃবৃন্দের শোক
Please follow and like us: