
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পাটির প্রয়াত সাধারণ সম্পাদক এবং পঞ্চগড়-২ বোদা-দেবীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বোদা এলাকার কৃতি সন্তান কমরেড মোহাম্মদ ফরহাদের ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান প্রামানিকপাড়ার বাড়িতে তার জীবন ও কর্মের কিছু দুর্লভ ছবি নিয়ে এক আলোকচিত্র প্রদশনী ও স্মৃতিচারণ মুলক সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। আলোকচিত্র প্রদশনীর আগে স্মৃতিচারণ মুলক আলোচনা সভায় সাবেক ইউ’পি চেয়ারম্যান ও কমরেড ফরহাদের ঘনিষ্ট সহচর ওয়ালিউল ইসলাম মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড মোহাম্মদ ফরহাদের সহর্ধমিনী রীনা ফরহাদ, সাবেক কমিউনিস্ট নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সামসুজ্জোহা, সাবেক কমিউনিস্ট নেতা নাজির উদ্দীন, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক প্রবীর চন্দ্র, আটোয়ারী মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, কমিউনিস্ট নেতা জাহিদুল ইসলাম প্রমুখ। আলোকচিত্র প্রদশনীতে কমরেড ফরহাদের সেই সময়কার রাজনৈতিক কর্মী, স্নেহ ভাজন ও আস্থাভাজন ব্যক্তিবর্গরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।