বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে- এমপি মনোরঞ্জন শীল গোপাল

ফজিবর রহমান বাবু : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পুলিশ ও জনতার মধ্যে যে পার্থক্য তা কমিয়ে আনতেই আজকের এ আয়োজন। আইন শৃঙ্খলা রক্ষার সার্থে পুলিশের পাশাপাশি জনগনের সম্পৃক্ততাকে অধিক গুরম্নত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশব্যাপী কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের যে প্রক্রিয়া শুরম্ন করেছেন তা আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।banpara mp

১১ অক্টোবর রোববার দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে বিকাল ৪ টায় বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং বিষয়ক আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহন করেন দিনাজপুর জেলা পুলিশ দল বনাম বীরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং দল। খেলায় বীরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং দল দিনাজপুর জেলা পুলিশ দলকে ৪-২ গোলে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরুস্কার তুলে দেন।polli biddut

বীরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং-এর আহবায়ক বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম, পুলিশ সুপার দিনাজপুর মোঃ রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী আফিসার (ভারপ্রাপ্ত) শারমিন সুলতানা, সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) সুজন সরকার, জেলা তথ্য অফিসার আবুল কালাম মোঃ শামসুদ্দিন, বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাবিবুল হক প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও কমিউনিটি পুলিশিং-এর নেতৃবৃন্দ।

এদিকে ৫ নং সুজালপুর ইউনিয়নের শীতলাই আলিম মাদরাসার নব র্নিমিত একাডেমিক ভবন উদ্ধোধন ও রণগাঁও ও ভাদুরীয়া মৌজায় আদিবাসিদের পরিবারের মাঝে ২৮ টি সৌর বিদ্যুৎ বিতরন, ৬নং নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া (মাষ্টারপাড়া) গ্রামের ৬০ বাড়ীতে বিদ্যুতায়ন উদ্বোধন ও বানপাড়া গ্রাম সমিতি এসডিএফ এর আয়োজনে বানপাড়া গ্রাম সমিতির বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি গোপাল।sitlai madrasa

Spread the love