বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কমিউনিষ্ট লীগ নেতা মোশাররফ হোসেন নান্নুর পিতার ইন্তেকাল

দিনাজপুর প্রতিনিধি : ইউনাইটেড কমিউনিষ্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর পিতা শিক্ষানুরাগী ও সমাজসেবী শাহ আফতাব উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের রানীরবন্দরের রানীপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৭ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও শুভান্যুধায়ী রেখে গেছেন।

মহুমের নামাজে জানাযা আজ শুক্রবার দুপুর আড়াইটায় রানীরবন্দরস্থ তার নিজ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মরহুম শাহ আফতাব উদ্দিন আহমেদ রানীরবন্দরের নজরম্নল পাঠাগার ও ক্লাব এবং রানীরবন্দর এন,আই স্কুল প্রতিষ্টতাসহ ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডে অবদান রেখেছেন।

Spread the love