দিনাজপুর প্রতিনিধি : আরডিআরএস বাংলাদেশ এর হ্যাড অব প্রোগ্রাম কো-অর্ডিনেশন মঞ্জুশ্রী সাহা বলেছেন, আরডিআরএস বাংলাদেশ মানবতার কল্যাণে অসহায় নির্যাতিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নির্বাচন সহিংসতায় সংখ্যালঘুদের যে ক্ষতি সাধিত হয়েছে তা পুরণ হবার নয়। মানবতার কল্যাণে আমরা তাদের পাশে এসে দাড়িয়েছি।
গতকাল বুধবার দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামে নির্বাচন সহিংসতায় সংখ্যালঘু পরিবারদের বাড়ী ঘরে অগ্নিসংযোগ, দোকান পাঠ ভাংচুর ও লুটতরাজ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপারোক্ত কথা বলেন। আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর এর কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে কম্বল, শাড়ী, লুঙ্গি, টিউবওয়েলের হ্যাড ও নগদ অর্থ বিতরণ করেন।