তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) থেকেঃ বিরলে সামাজিক বনায়নের আওতায় বিভিন্ন সড়কে সৃজিত বাগানে সমাজের বিত্তবান ব্যাক্তিদের নাম সুফলভোগির তালিকায়। সামাজিক বনায়ন এলাকার হত-দরিদ্র অসচ্ছল পরিবার গুলো বঞ্চিত। ফলে সামাজিক বনায়নের মাধ্যমে সরকারের গৃহিত দারিদ্র দুরীকরন প্রকল্প হত-দরিদ্রদের কোন কাজে আসছে না। বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তার কাছে অস্বচ্ছল পরিবারের সদস্যদের প্রশ্ন ! কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন কি ?
তথ্যানুসন্ধানে জানা গেছে, বিগত ২০০৩-০৪ সালে বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়নে হুসনা মোড় হতে রবিপুর এবং ব্রর্ম্মপুর পর্যমত্ম ২য় বারে সামাজিক বন বিভাগের তত্বাবোধানে সামাজিক বনায়নের আওতায় বাগান সৃজন করা হয়।
বাগানের আশপাশের হত-দরিদ্র অসচ্ছল পরিবারের লোকজনদের সুফলভোগি সদস্য নির্বাচন করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সমাজের বিত্তবান একই পরিবারের ৭ হতে ৮ জন সুফলভোগি সদস্যর করা হয়েছে। সৃজিত বাগানের মেয়াদ উর্ত্তীন হওয়ার পর সুফলভোগিরা উপকৃত হওয়ার সময় এসব তথ্য বেরিয়ে আসছে। যেমন-রবিপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক নামে খ্যাত সমাজপতি আলহাজ্ব মোঃ নজমুল ইসলাম সরকার, স্ত্রী রোহিয়া খাতুন, বড় পুত্র আকতারম্নজ্জামান বাদল, বড় পুত্রবধু আকলিমা, নাতনী মৌ, ছোট পুত্র পারভেজ ও ছোট পুত্রবধুসহ ৭ জনের নাম পাওয়া গেছে। সামাজিক বন বিভাগের বিধিমালা অনুযায়ী একই পরিবারের ২ জন সুফলভোগির সদস্য হতে পাতে পারবে। কিন্তু সরকারের বিধিমালা লংঘন করে কোন ক্ষমতা বলে একই পরিবারের ৭/৮ জনের নাম সুফলভোগির তালিকায় অমর্ত্মভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে এলাকার সচেতন মহল মনে করছেন।
বিষয়টি সুষ্ঠ্য তদন্ত সাপেক্ষে এসব অনিয়মের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টামত্মমুলক শাসিত্মর ব্যবস্থা গ্রহণসহ ঐসব সুফলভোগিদের তালিকা থেকে সমাজের বিত্তবানদের নাম বাদ দেয়ার ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার সচেতন মহল বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, দিনাজপুরসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু-হস্তক্ষেপ কামনা করেছেন।