
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর রোটারি ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট রনজিৎ কুমার সিংহ বলেছেন, রোটারি ক্লাব আর্ত-মানবতার কল্যানে অসহায় মানুষের সেবা করে আসছে। নির্বাচন সহিংসতার হামলায় এ এলাকার মানুষের প্রচুর ক্ষতি সাধন হয়েছে। তাদের কল্যানে আমাদের কাজ করতে হবে।
গতকাল রোববার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত কর্নাই গ্রামের সরকারী প্রথমিক বিদ্যালয় প্রঙ্গনে রোটারি ক্লাব অব দিনাজপুর আয়োজিত এবং রোটারি ক্লাব অব মতিঝিল ঢাকা, ডিজিএনএস, এ,এম শওকত হোসেনের সহযোগীতায় দশম সংসদ নির্বাচনকালে কতিপয় দুর্বৃত্ত প্রভাবশালী ব্যক্তিদের হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। এসময় ক্লাবের পিপি রোটাঃ আব্দুস সালাম তুহিন, দেব্যান্দু ভৌমিক কাজল, পিপি তৈয়ব উদ্দিন চৌধুরী, মমিনুল ইসলাম, নিজামউদ্দিন রয়েল, আব্দুস সাত্তার, মনোয়ারুল হক মার্শাল, হাবিপ্রবি শাখার রোটারেক্ট সভাপতি মীর কাশিম আলী মুরাদ।