
দিনাজপুর প্রতিনিধি : বর্তমান শ্রম আইনে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ যথার্থ নয় উল্লেখ করে ক্ষতিপূরণ সংক্রান্ত একটি পৃথক আইন প্রণয়ন এবং এ আইনের অধীনে আমত্মর্জাতিক মান অনুযায়ী একটি বাস্তব সম্মত, স্থায়ী ও বাধ্যতামূলক ক্ষতিপূরণের মানদন্ড নির্ধারন করার জন্য জোরালো সুপারিশ করে সেমিনার অনুষ্ঠিত।
ডিয়াকোনিয়ার সহায়তায় কর্মক্ষেত্রের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত বেসরকারী উন্নয়ন সংস্থা সেইফ্টি এন্ড রাইটস সোসাইটি (এসআরএস) কর্তৃক দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুরে আয়োজিত এক সেমিনারে এ দাবী উত্থাপন করা হয়।
‘‘কর্মক্ষেত্র দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ: নূন্যতম মানদন্ড’’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন এ্যাডঃ লিয়াকত আলী।
সেমিনারে বক্তারা বলেন অধিকাংশ ক্ষেত্রেই কর্মক্ষেত্র দুর্ঘটনায় আক্রান্ত শ্রমিকরা তাদের ন্যায্য ক্ষতিপূরণ পায় না এবং ক্ষতিপুরণ আদায়ে শ্রমিকদেরকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে মালিকরা ভয় ভীতিও প্রদর্শন করে। অথচ শ্রম আইনে ক্ষতিপূরণের অর্থ শ্রম আদালতে জমা দেয়ার বিধান রয়েছে যা খুব কম মালিকই অনুসরন করে থাকে।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর চেম্বার এন্ড কর্মাসের সভাপতি মোসাদ্দেক হুসেন বলেন, শ্রমিকের ক্ষতিপুরণের অধিকার নিশ্চিত করতে শ্রমিক সংগঠনকেই এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারের ভূমিকা হচ্ছে আইন বাস্তবায়নকারী সংস্থাকে শক্তিশালী করা এবং শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করা। তাছাড়া রানা প্লাজা, তাজরিনের মত আর কোন দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেকেন্দার আলী মিনা, নির্বাহী পরিচালক, এসআরএস এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিথী ঘোষ, প্রোগ্রাম অফিসার, এসআরএস। উপস্থাপকরা বলেন ক্ষতিপূরণের মানদন্ড নির্ধারিত হওয়া উচিত আইএলও কনভেনশন ১২১ ও মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫ অনুযায়ী। তাজরিন গার্মেন্টস, রানা প্লাজা, কেটিএস, নুরজাহার টাওয়ার ইত্যাদি দুর্ঘটনার বাস্তব চিত্র উপস্থাপনার মাধ্যমে উলেখ করা হয় যে- বর্তমান শ্রম আইনে উল্লেখিত ক্ষতিপূরণ কোনভাবেই যথার্থ নয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা। বক্তারা বলেন শ্রম আইন সংশোধন করে ক্ষতিপূরণের নূন্যতম মানদন্ড নির্ধারণসহ পরিদর্শকদের ক্ষমতা বৃদ্ধি করা দরকার।