শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কর্মসূচীতে বাধা দিলে পরিণতি ভয়াবহ : খালেদা জিয়া

BNPবুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রীস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা দিলে পরিণত ভয়াবহ হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, আপনারা চাইলে জোর করে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। আপনাদের বিদায় নিতে হবে।
খালেদা জিয়া  বলেন, সরকার জানে ভরাডুবি হবে, তাই নির্বাচন করতে চায়না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে ভয় পায়। দেশের কল্যাণ চাইলে জিদ, প্রতারণা ছেড়ে, তফসিল বাতিল করে সমঝোতায় আসুন।
তিনি বলেন, দেশের মধ্যে হাহাকার। মানুষ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় পার করছে। সরকারী মন্ত্রী-এমপিরা এখন কোটি-কোটি টাকার মালিক। তারা সম্পদের লোভে ক্ষমতা ছাড়ছেনা।
খালেদা জিয়া বলেন, দেশে জনগণ জুলুম নির্যাতন সহ্য করে আলেন্দালন করছে। নির্বাচন কমিশন তাদের ভূমিকা রাখতে পারছেনা। এটি একটি ব্যর্থ, মেরুদন্ডহীন কমিশন। সরকার যা বলছে তাই করছে।
তিনি বলেন, যীশু খ্রিস্টের বাণী শান্তি। এই শান্তি আজ কোথায়। শান্তি ও স্থিতিশীলতার জন্যই আমরা সংগ্রাম করছি। সব ধর্মে শান্তির কথা উল্লেখ আছে।

Spread the love