শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কলমী শাক চাষে স্বাবলম্বী বিরলের হেলাল

দিনাজপুর প্রতিনিধি : প্রায় বিনা পুজিতেই একটু শ্রম আর পরিচর্যা করেই কলমি শাক চাষে স্ববলম্বী হয়েছেন বিরলের মোঃ শাহ হেলাল।

আর্থিক অভাব অনটনে দশম শ্রেণীতেই পড়ালেখা বন্ধ হয়ে যায় মোঃ শাহ হেলালের। অভাব আর বেকারত্ব সামাজের মানুষের কাছে তাকে হীন করে তুলেছিলো। ছয় ভাইয়ের মাঝে সে চতুর্থ। আর সবার থেকে তাকেই যেন বেকারত্ব আর দরিদ্রতা গ্রাস করে।

সামাজিক লাঞ্চনায় সে ভাবতো আমি যদি সাবলম্বী হতাম। মনে হতাশা দখল করতে না পারলেও কখনো যে সুখের দিন আসবে তাও ঠিক বুঝতে পারিনি। এর পরেই কলমী চাষেই পেয়ে যায় সফলতা। ফিরে পেয়েছি স্বচ্ছলতা।

কলমী শাক গাছের আগা কেটে নিয়ে আটি বেধে বিক্রি করলেও ওই গাছের চারা আর লাগাতে হয় না। এভাবে প্রতিদিন ৩শ থেকে ৪শ টাকার কলমী শাক বিক্রি করে মাসে প্রায় ১০-১২ হাজার টাকা আয় হয়।

কলমি শাক চাষ করে আর্থিকভাবে সফলতা পাওয়া দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়ায় মোঃ রিয়াজুল হক এর ছেলে এ এলাকার প্রথম কলমী শাক চাষকারী মোঃ শাহ্ হেলাল।

কলমী শাক চাষ করেই যে সফলতা আসে তা এলাকায় এখন অনুকরণীয় দৃষ্টামত্ম সৃষ্টি করেছেন।

সফল কলমী চাষী মোঃ শাহ্ হেলাল জানান, এবার ১০ কাঠা জমিতে কলমী শাক চাষ করেছেন। এতে প্রথম বার খরচ হয় প্রায় সাড়ে ৩ হাজার টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে খরচ হয় ১৫ শত টাকা। বর্তমানে প্রতি মাসে প্রায় ১২-১৫ হাজার টাকার কলমী শাক বিক্রি করা যায়।

তার স্ত্রী মাহ্মুদা খাতুন এর অনুপ্রেরণায় ২০০৮ সালে প্রথম পরীক্ষামূলকভাবে ৫ কাঠা জমিতে দেশী কলমী জাতের শাক চাষ করেন। এতে আশানুরম্নপ ফলন পাওয়ায় পরের বছর বেশী করে চারা সংগ্রহ করেন এবং বেশী পরিমাণ জমিতে এ জাতের কলমী শাক চাষের উদ্যেগ গ্রহণ করেন।

কলমী চাষী হেলাল জানান, ২০০০ সালে অর্থ অভাবে দশম শ্রেণীতেই পড়ালেখা বন্ধ হয়ে যায়। আর্থিক অভাব অনটনে দশম শ্রেণীতেই পড়ালেখা বন্ধ হয়ে যায় মোঃ শাহ হেলালের। পরে পরিবারের আর্থিক চাহিদা পুরণে একটি মেশীনারিজ গ্যারেজে কাজ নিয়েও সংসার চলতো না। তাই কাজ ছেড়ে নিজ বাড়ীর পাশের ফেলে রাখা ক্ষেতে কৃষি কাজ করে কোনো মতে দিন কাটাতাম।

আজ মনে হয় এই দিনটি যদি দশম শ্রেণীতে থাকা অবস্থায় পেতাম তবে আমার লেখাপড়া হয়তোবা বন্ধ হতোনা। আমিও হতে পারতাম উচ্চ শিক্ষিত।

বর্তমানে আমি, আমার স্ত্রী, চার মাসের ছেলে মাহিম ও সাড়ে তিন বছর বয়সের মেয় হাবিবাকে নিয়ে আমার পরিবার। আমি আমার সমত্ম্যানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই।

এখন তার কলমী শাক পরিচর্যার জন্য মাঝে মাঝে ২-৩ জন লোক নিয়ে সার্বক্ষণিক কাজ করতে হয়। রোগ-বালাই তেমন না থাকলেও জমিতে ইউরিয়া ও কীটনাশক বিষ প্রায় প্রতি সপ্তাহে দিতে হয়।

একদিকে কলমী শাক তোলা শেষ হতে না হতেই পেছনের দিকে আবার শাকে ভরপুর হয়ে যায়। এতে মন জুড়ে যায়।

তিনি জানান, বর্তমানে ১০ কাঠা জমিতে প্রতিদিন ১৫-১৮ গাছের অংশ নিয়ে আটি করে কলমী শাক শিক্ষিত থেকে তোলা হয়। প্রথম দিকে প্রতি কুড়ি আটি শাক পাইকাড়ী বিক্রি ২২ থেকে ২৪ টাকা বিক্রি হচ্ছে। এই দাম উঠানামা করলেও লাভজনক। প্রতিদিন শেষ বিকেলে কলমী শাক কেটে ছোট ছোট আঠি বাধা হয় এবং ভোরে বাই সাইকেলে নিয়ে দিনাজপুর শহরের বাহাদুর বাজার নিয়ে পাইকাড়ী ক্রেতাদের কাছে এক কুড়ি আঠি ২০-২২ টাকায় বিক্রি হয়। প্রতিদিন ৩শ থেকে ৪শ টাকার কলমী শাক বিক্রি করে মাসে প্রায় ১০-১২ হাজার টাকা আয় হয়।

 

Spread the love