
আব্দুর রাজ্জাক : হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্টপোষকতায় শহরের কসবা-পুলহাটে ইজিবাইক-রিক্সা-ভ্যান চালকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১ অক্টোবর শনিবার শহরের ১২নং ওয়াডস্থ শের ই বাংলা ক্লাবে ইজিবাইক, রিক্সা ও ভ্যান চালকদের সাথে ওয়ার্ডের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় জেলা পরিষদের সাবেক প্রকৌশলী, বড়পুল জামে মসজিদের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুন নুর নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলহাট ১নং বড় জামে মসজিদের সাধারন সম্পাদক মো. আইনুদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর শহর যুবলীগের আহবায়ক মো. আশরাফুল আলম রমজান। এছাড়াও কসবার জ্যোৎস্না আরা বেগম ও হাসিনুর রহমান বিপ্লবের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলহাট ১নং বড় জামে মসজিদের সাবেক সা. সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম, পুলহাট ড্রাইভার-হেলপার শাখার সভাপতি দীপু চন্দ্র মদক, কসবা-পুলহাটের বিশিষ্ট ব্যবসায়ী মো. ছালেহুর রহমান, কসবা মিশনের শান্তিপাড়া কমিটির সদস্য মি. সিলভেষ্টার মারান্ডী। বক্তব্যশেষে হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্টপোষকতায় ইজিবাইক, রিক্সা ও ভ্যান চালকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।