
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসান আলী (৬০) নামে এক দিনমজুর সাইকেল আরোহী নিহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশ্রাফুল ইসলাম।আজ রোববার সন্ধা সাড়ে ৭টার সময় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি বাজার সংলগ্ন তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত হাসান আলী (৬০),পার্বতিপুর উপজেলার মোস্তোফাপুর ইউনিয়নের জোতাল দেবকুন্ডা গ্রামের ছলিমুদ্দিনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, সাইকেল আরোহী হাসান আলী কাজ শেষ করে বাড়ী ফেরার সময় সন্ধা সাড়ে ৭টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বাজার সংলগ্ন তেলের পাম্পের সামনে দিয়ে যাওয়ার পথেঅপরদিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই ওই সাইকেল আরোহীর মাথা সহ অর্ধেক শরির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থেতলে গিয়ে তার মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ারসর্ভিস কর্মিদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেবলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। আইনগতব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।