
মাহাবুর রহমান,বিরামপুর প্রতিনিধি;
দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকার জনগনের সেবা প্রদানের উপর বিভিন্ন সংস্থা কর্তৃক ক্রেষ্ট প্রদান করায় এলাকাবাসী চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান এম. সামসুল আলম চলতি বছর সমাজ সেবায় সফল ও শ্রেষ্ট অবদান রাখায় মাহাত্বা গান্ধি পদক, শেরে বাংলা পদক, নেলসেন ম্যান্ডেলা পদক, মাদার তেরেসা স্বর্ণপদক, জেনারেল ওসমানি সাইনিং পার্সোনালিটি এ্যাওয়াড়, এবং শত ভাগ অনলাইন জন্মনিবন্ধন অজির্ত হওয়ায় দিনাজপুর জেলা প্রশাসক কর্তৃক সফলতার স্বিকৃতি সরুপ শ্রেষ্ট পুরুষ্কার পাওয়ায় এলাকার জনগন চেয়ারম্যানকে এ সংবর্ধনা প্রদান করেন।
কাটলা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান এম সামসুল আলম বলেন, আপনারা আমাকে সেবা করার সুযোগ দেওয়ায় এবং সহযোগিতা করার ফলে আমি এই সন্মাননা অর্জন করতে পেরেছি। এই সম্মানা আমার একার প্রাপ্য নয়। এটি ইউনিয়নের সকলে প্রাপ্য রয়েছে। আপনার আমাকে এই সহযোগিতার হাত অব্যাহত রাখলে আমি আপনাদের আরও সেবা দিয়ে যাব। এবং কাটলা ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসাবে তৈরী করব।