কাদের মোল্লার ছেলে হাসান মওদুদসহ পরিবারের সদস্যদের আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে তাদের মগবাজারের বাসার নিচে থেকে তাদের আটক করে পুলিশের গাড়িতে করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বাবার মরদেহের সঙ্গে ফরিপুর যাওয়ার জন্য মগবাজারের বাসা থেকে বের হলে কাদের মোল্লার ছোট ছেলে হাসান মওদুদ ও তার মামা রাজিবুল হাসানসহ পরিবারের ১১ সদস্যকে পুলিশের গাড়িতে উঠানো হয়।
ডিবির মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা কাদের মোল্লার বাসায় হামলা চালিয়েছিল। তাই নিরাপিত্তার স্বার্থে তার পরিবারারের সদস্যদের পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে।
কাদের মোল্লার ছেলেসহ পরিবারের সদস্যরা আটক
Please follow and like us: