বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানহানির মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ পরোয়ানা জারি করেন।

দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন।

আওয়ামী লীগ নেতা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বাদী হয়ে কাদের ‍সিদ্দিকীর বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন।

Spread the love