
এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বাংলাদেশের পুরুষ ও মহিলা উভয় দলই হেরে গেছে। আর এর মধ্যদিয়েই আজ রবিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ কাবাডি দলের মাঠের লড়াই। কাকতালীয় হলেও প্রথম দিনেই উভয় দলকে নামতে হয়েছে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের বিপক্ষে। সকালে সংডো গ্লোবাল ইউনিভার্সিটি জিমন্যেসিয়ামে প্রথমে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ মহিলা দল। ম্যাচটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ ১৫-২৯ পয়েন্টে পরাজিত হয়। শক্তির বিচারে ভারতের সাথে বাংলাদেশের তুলনা না হলেও বাংলাদেশের মেয়েরা কিন্তু ভালই লড়াই করেছে। প্রথমার্ধে ২২-৫ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। এসময় ভারত ২টি লোনাসহ ৭টি বোনাস পয়েন্ট অর্জন করে। এর মধ্যে ছিল একটি টেকনিক্যাল পয়েন্ট।
কিন্তু দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েরা দারুনভাবে ম্যাচে ফিরে এসেছিল। এসময় ৩টি বোনাস পয়েন্টসহ বাংলাদেশের সংগ্রহ ছিল ১৩। অন্যদিকে ভারত ১টি বোনাস পয়েন্টসহ মাত্র ৭ পয়েন্ট অর্জন করে। তবে পুরো খেলায় ভারত ২টি লোনা ও ৮ বোনাস পয়েন্টসহ সর্বমোট ২৯ পয়েন্ট নিয়ে বিজয়ী হয়। আর বাংলাদেশের সর্বমোট পয়েন্ট ছিল ১৫। ম্যাচ শেষে অবশ্য বাংলাদেশ দলের অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামায় দলের খেলোয়াড়দের নার্ভাসনেসকে পরাজয়ের অন্যতম কারন হিসেবে দায়ী করেছেন। যদিও দারুনভাবে ম্যাচে ফিরে আসায় তিনি সন্তুষ্ঠি প্রকাশ করেন।
শীততাপ নিয়ন্ত্রিত জিমন্যেসিয়ামে খেলাটাকেও নিজেদের পিছিয়ে পরার পিছনে অন্যতম একটি কারন হিসেবে উল্লেখ করেছেন শাহনাজ। এ ধরনের পরিবেশে অনুশীলন করে তারা মোটেই অভ্যস্ত নয়। তবে এ ম্যাচটিকে নিয়ে আর না ভেবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষ জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় গুয়াংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ মহিলা কাবাডি দল। গ্রুপ এ থেকে বাংলাদেশ ভারত ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। অপর গ্রুপে খেলছে ইরান, থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও ইরান। কাল সকালে বাংলাদেশ ২য় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।
অন্যদিকে স্থানীয় সময় দুপুর ২.০০টায় অনুষ্ঠিত পুরুষদের বিভাগে ভারতের বিপক্ষে পরাজয় অনেকটা কাঙ্খিতই ছিল। অপেক্ষা ছিল শুধুমাত্র পয়েন্টে ব্যবধানের পরিসংখ্যান। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩০-১৫ পয়েন্টে ব্যবধানে পরাজিত হয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ৬-১৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল। এ সময় ভারত ২টি লোনা সংগ্রহ করে। দ্বিতীয়ার্ধেও ভারত ২টি লোনাসহ ১৪-৯ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়। এ সময় ভারত ২টি বোনাস পয়েন্ট সংগ্রহ করে। ম্যাচ শেষে অবশ্য বাংলাদেশ পুরুষ দলের ম্যানেজার নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ টুর্নামেন্ট ফিকশ্চারের অসঙ্গতীর কথা তুলে ধরেন।
গত আসরের ১ম স্থানে ছিল ভারত, ২য় ছিল ইরান, আর ৩য় ও ৪র্থ স্থানে ছিল জাপান ও পাকিস্তান। বাংলাদেশের অবস্থান ছিল ৫ম। গতবারের ফলাফল অনুযায়ী কোনভাবেই বাংলাদেশের গ্রুপে একসাথে ভারত কিংবা পাকিস্তান পরে না। কারন । কিন্তু গত ১৩ সেপ্টেম্বর এশিয়ান গেমস কাবাডি আয়োজক কমিটির সভায় যখন ফিকশ্চার চূড়ান্ত হয় তখন সেখানে বাংলাদেশের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পরবর্তীতে ফিকশ্চার নিয়ে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন ও এশিয়ান কাবাডি ফেডারেশনের কাছে আপত্তি জানালেও টুর্নামেন্ট কমিটি তা মেনে নেয়নি।
তারা ফিকশ্চার চূড়ান্তের সময় বাংলাদেশের কোন প্রতিনিধির অনুপস্থিতি এ বিষয়টির পিছনে সমস্যার কারন হিসেবে চিহ্নিত করেছেন। তবে সবকিছুর পরেও বাংলাদেশের জাতীয় এ খেলাটি থেকেই পদকের আশায় আছে দেশাবাসী। তাই যেকোন সমস্যাকেই পিছনে ফেলে মাঠের লড়াইয়ে দল এগিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা। আগামীকাল দুপুর ৩.০০টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।