বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় আজ

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আজ সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ তার মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে দায়ের করা আপিলের রায় হওয়ার কথা রয়েছে।

আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য এ মামলাটিকে এক নম্বরে রাখা হয়েছে।

এদিকে সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামানও রবিবার সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের সিনিয়র বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। বেঞ্চের অপর ৩ জন বিচারপতি হলেন বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এর আগে আপিল বিভাগে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে গত বছরের ডিসেম্বরে তার দণ্ড কার্যকর হয়। আর সাঈদীর আপিলের রায়ে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।
আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মে থেকে কামরুজ্জামানের মামলায় আপিল শুনানি শুরু হয়। গত ৯ সেপ্টেম্বর আসামিপক্ষ শুনানি শেষ করে। এরপর রাস্ট্রপক্ষ শুনানি শুরু করে। গত ১৭ সেপ্টেম্বর মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। তার আগে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ড দিয়ে রায় দেয় ট্রাইব্যুনাল-২। গত বছরের ৬ জুন ওই সাজা বাতিল করে খালাস চেয়ে কামারুজ্জামান সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন। তবে রাষ্ট্রপক্ষ কোন আপিল দাখিল করেনি। আসামিপক্ষের শুনানির বিপরিতে বক্তব্য পেশ করেছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের দন্ড বহাল রাখার পক্ষে আর্জি পেশ করেছে এটর্নি জেনারেল মাহবুবে আলম।

Spread the love