
মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সাথে তার ৫ আইনজীবীরা সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে তার সাথে দেখা করতে কারাগার ফটকে যান তারা। এরপর সকাল সোয়া ১০টায় জেলকর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন। ৫ আইনজীবীরা হলেন, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যরিস্টার নাজিব মোমেন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, এডভোকেট মোহাম্মদ শিশির মনির ও এডভোকেট মশিউল আলম। এডভোকেট শিশির মনির জানান, রায়ের রিভিউ’র বিষয়ে কথা বলতে আমরা কামারুজ্জামানের সাথে দেখা করতে এসেছি। এর আগে বুধবার সন্ধ্যায় কারা আইনজীবীরা কর্তৃপক্ষের কাছে দেখা করার আবেদন করলে কামারুজ্জামানের সাথে দেখা করার অনুমতি দেন সিনিয়র জেল সুপার। তার আগে বুধবার সকাল ১০টার দিকে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন।
কারাগার থেকে বের হয়ে এডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান সুস্থ আছেন, ভালো আছেন। তিনি শারীরিক-মানসিকভাবে স্বাভাবিক ও অবিচল আছেন। কামারুজ্জামান কী বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (কামারুজ্জামান) নতুন প্রজন্মকে দেশের জন্য কাজ করতে বলেছেন, মানুষকে ভালোবাসতে বলেছেন। তার বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে তা একদিন মিথ্যা প্রমাণিত হবে এবং বলেছেন নতুন প্রজম্মের হাত ধরে এদেশে ইসলামের বিজয় আসবে।
শিরি মনির বলেন, কামারুজ্জামান বলেছেন আপিলের পূর্ণাঙ্গ রায় বের হলে রিভিউ আবেদন করতে বলেছেন। এটা তার সাংবিধানিক অধিকার। কাদের মোল্লারও রিভিউ আবেদন হয়েছিল। তবে সে রিভিউ আবেদনের রায় এখনো প্রকাশ হয়নি বলে কামারুজ্জামানের আইনজীবীরা জানান।
কারাগারে প্রবেশের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিরি মনির বলেন, প্রেসিডেন্টের কাছে ক্ষমাভিক্ষা চাওয়ার প্রশ্ন এখন আসছে কেন। চূড়ান্ত আইনী প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি। আপিলের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করা হবে। এটা কামারুজ্জামানের সাংবিধানিক অধিকার।