সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কারও খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন চলবে না-কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো। যারা স্যাংশনের কথা বলে তাদের দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। কারও খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন চলবে না।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আন্দোলন করতে পারে না। ভিসা নীতি, নিষেধাজ্ঞার ওপর তারা ভর করে চলেছে।

এ সময় সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের পথ ছে‌ড়ে করে গণতন্ত্রের পথে আসতে বিএনপিকে ৩৬ দিনের আল্টমে‌টাম দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দে‌শ্যে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব‌লেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে, তাহলে ঐ হাত ভেঙে দিতে হবে। যদি আগুন নিয়ে আসে, ঐ হাত পুড়িয়ে দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আল্টিমেটাম দেয়, তাদের নেত্রীর জন্য ৩৬ মিনিটের আন্দোলনও তারা করতে পারেনি। অথচ শেখ হাসিনার মহানুভবতায় আজ খালেদা জিয়া ঘরে বসে চিকিৎসা নিচ্ছে।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, অক্টোবরে বিএনপির খেলা শুরুর আগেই তাদের মাঠ শূন্য হয়ে যাবে। ভিন্ন দলের হয়ে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নেবে।

Spread the love