বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কালভার্ট ভেঙ্গে হাজারো কৃষকের ভোগান্তি রাণীশংকৈলে

জিয়াউর রহমান  রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল হোসেনগাও গ্রামের কালভার্ট ভেঙ্গে এলাকার হাজারো কৃষকের ভোগান্তির শেষ নেই। দু’বছর আগে কালভার্টটি ভাঙ্গলেও এটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি ইউপি চেয়ারম্যান মাহবুব আলম। মানুষের দুঃখ দুর্দশা আমলে না নিয়ে খামখেয়ালীপনা করে যাচ্ছেন তিনি।

উপজেলার প্রত্যন্ত অঞ্চল হলেও হোসেনগাও রাসত্মাটি অত্যন্ত ব্যস্ত সড়ক হিসেবে চিহ্নিত। কৃষি ভিত্তিক এলাকা এটি। উপজেলার রাণীশংকৈল, সালবাড়ি, উমরাডাঙ্গী, সহদর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার মানুষের ফসলি জমি আছে এ মাঠে। হাজার হাজার বিঘা জমিতে ধান হয় এ মাঠে। কৃষি ভিত্তিক এলাকা হওয়ায় প্রতিনিয়ত হাজার হাজার কৃষকের চলাচল এ রাস্তা দিয়ে।

তাছাড়া ঠাকুরগাও জেলার অন্যতম বড় হাট জাদুরাণী। সুদুর দিনাজপুর থেকে শুরম্ন করে কয়েক জেলার মানুষ নিরাপদ রাস্তা মনে করে এ রাসত্মাদিয়ে হাটে যাওয়া আসা করে। ব্রিজটি ভাঙ্গার পর মানুষের ভোগান্তির শেষ থাকেনা।

সিদলী পার্শ্ববর্তী গুরুত্তপূর্ণ জায়গা। হোসেনগাও থেকে আধা কিলোমিটার হলেও এখানে আসতে চার কিলোমিটার পথ ঘুরে। ভুকুরগাও পথ হয়ে কিংবা সিতাদিঘি রামরায় হয়েএখানে আসতে হয়। এমনকি সিদলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার কচিকাঁচা কোমলমতি শিশুরা যেতে না পেরে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অন্ধকার হয়ে পড়ছে তাদের জীবন।

জরুরী ভিত্তিতে কালভার্টটি মেরামত করে হাজারো কৃষকসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দুর করতে এলাকাবাসির আকুতি।

ইউপি চেয়ারম্যান মাহবুব আলম জানান, কালভার্টটি মেরামত করার সব প্রস্ত্ততি হাতে নেয়া হয়েছে জরুরীভাবে মেরামত কাজ করা হবে।