শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কালীগঞ্জ কলেজটি এম.পি.ও ভুক্ত করনের ক্ষেত্রে প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ

আব্দুল কাইয়ুম,দেবীগঞ্জ প্রতিনিধি, পঞ্চগড়- দেবীগঞ্জ উপজেলাধীন দন্ডপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আজগর আলী ও জনাব নুরুল ইসলাম ১ একর ৬ শতক জমি ২০০০সালে কালিগঞ্জ মহা বিদ্যালয়ের নামে ক্রয় করে কলেজ প্রতিষ্ঠার ও অবকাঠামো তৈরীর কার্যক্রম ছাত্র ছাত্রী সংগ্রহ সহ কলেজটি পুর্নাঙ্গরুপে চালু করেন। ২০০৪সালে কলেজটিতে পাঠ দানের অনুমতি এবং ২০১০সালে সংশিস্নষ্ট কর্তৃপক্ষ স্বীকৃতি প্রদান করেন। প্রথম এইচ.এস.সি পরিক্ষায় অংশ গ্রহন করেন ২০০৬সালে। বর্তমানে এই কলেজে একাদশ শ্রেনী ও দ্বাদশ শ্রেনীতে ৩২০জন ছাত্র ছাত্রী রয়েছে। ২০১৩সালে পরিক্ষার্থীর সংখ্যা ১০৫জন  পাশের হার ৬৬% ( অ+ তিনজন)। ২০১৪সালে পরিক্ষার্থীর সংখ্যা ১৫৯জন পাশের হার ৭৩%( অ+ ছয় জন)। ২০১৬সালে পরিক্ষার্থীর সংখ্যা ১৫২জন। এই প্রতিষ্ঠানের মধ্যে বিজ্ঞান, মানবিক, ব্যাবসা এই ৩টি শাখা অনুমোদিত রয়েছে। কলেজটির মধ্যে রয়েছে একজন দক্ষ অধ্যক্ষ সহ ১৮জন জন প্রভাষক ও তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী রয়েছে ৬জন। কলেজটির সুচনা লগ্ন হইতে প্রত্যেক ছাত্র ছাত্রীর বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সহ যাবতীয় ছাত্র ছাত্রীদের কলেজ ব্যয় শিক্ষক মন্ডলি বহন করে আসছে এমনকি অধিকাংশ ছাত্র ছাত্রীদেরকে বই ক্রয় সহ সরকার কর্তৃক নির্ধারিত বোর্ড ফি শিক্ষক মন্ডলি বহন করে আসছে। কলেজটি এম.পি.ও ভুক্ত করনের জন্য কর্তৃপক্ষ ২০০৬সাল হইতে সংশিস্নষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও সু-সম্পর্ক রাখেন। স্থানীয় সংসদ এড.নুরুল ইসলাম সাহেব, পঞ্চগড়-২ কলেজটি এম.পি.ও ভুক্ত করার কয়েকবার নিশ্চিৎ আশা ব্যাক্ত করেছেন। আজ না কাল কলেজটি এম.পি.ও ভুক্ত হইবে আশায়-আশায় সেচ্ছা শ্রমে শিক্ষকগন কলেজে পাঠ দান করে আসছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর ২০১০সালে যৎ সামান্য কিছু বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে এম.পি.ও ভুক্ত করেন। কিন্তু ২০১০সাল  হইতে ২০১৬সাল পর্যমত্ম ব্যাসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এম.পি.ও ভুক্ত করনের ফাইলটি লাল ফিতায় আবদ্ধ থাকায় মাঝখানে প্রায় ৭বৎসর দেশের সকল নন এম.পি.ও ভুক্ত শিক্ষক কর্মচারীরা কিভাবে দিনাতিপাত করছেন তা ভুক্ত ভোগীরা ছাড়া আর কেহই জানে না। বর্তমান সরকার সরকারী কর্মচারীদের বেতন দ্বীগুন করেছেন। অথচ হাজার হাজার নন এম.পি.ও ভুক্ত কলেজ গুলির শিক্ষকগন অমানবিক ভাবে এম.পি.ও ভুক্ত হওয়ার আশায় খেয়ে না খেয়ে কলেজের ছাত্র ছাত্রীদের পাঠদান হইতে বিরত হন নাই। তেমনি একটি কলেজ কালীগঞ্জ মহা বিদ্যালয়, দেবীগঞ্জ পঞ্চগড় যার অবকাঠামো রয়েছে টিনসেট দালন ১৫০ফিট ও শিক্ষা প্রকৌসল অধিদপ্তর কর্তৃক ৪তলা নতুন একটি ভবন যা নির্মাধীন রয়েছে। এই কলেজটির শিক্ষক কর্মচারীরা তাদের জীবনের শেষ পুজি টুকুও কলেজ প্রতিষ্ঠান উন্নয়নে ডোনেশন দিয়ে এখন তারা সর্ব শামত্ম। না হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এম.পি.ও ভুক্ত, না পারছে ডোনেশনের টাকা ফেরৎ নিতে। এই দ্বীমুখি সমস্যায় টান পরনে চলছে নন এম.পি.ও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। মাননীয় শিক্ষা মন্ত্রীর পাশাপাশি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে বিনিত নিবেদন করছি কালীগঞ্জ কলেজটি এলাকার সুন্দর পরিবেশে প্রতিষ্ঠিত ও একটি কলেজ এম.পি.ও ভুক্ত করনের জন্য অবকাঠামো সহ সকল আয়েজন রয়েছে। তৎসহ ২০০৬সাল হইতে ২০১৫সাল পর্যন্ত কলেজটির ফলাফল পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কলেজ হিসাবে স্বিকৃতি প্রাপ্ত। সেই ক্ষেতে এই কলেজটি সর্ব দিক দিয়ে পরিপুর্ন থাকায় অগ্রাধীকার ভিত্তিতে এম.পি.ও ভুক্ত করনের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের করজোড় মিনতি সহকারে আবেদন রাখছি। কলেজটি এম.পি.ও ভুক্ত করনের তালিকাভুক্ত তালিকা হইতে বাদ পড়িলে অচিরেই কলেজটির সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে এবং এলাকার ছেলে মেয়েদের মানুষ গড়ার প্রতিষ্ঠানটি বিলুপ্তি হয়ে পরবে। আমাদের বর্তমান সরকার শিক্ষা প্রেমিক বাধ্যতামুলক প্রত্যেক ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার জন্য সকল প্রদক্ষেপ গ্রহন করেছেন এবং মেয়েদের ক্ষেত্রে উপবৃত্তি সহ বিনা বেতনে লেখা পড়ার সুযোগ করে দিয়েছে। কালীগঞ্জ কলেজের সকল ছাত্র ছাত্রীর অবিভাবক বৃন্দের ও কলেজের শিক্ষক মন্ডলির আবেদন সংশিস্নষ্ট কর্তৃপক্ষের সান্নিধ্যে এই সুনাম ধন্য কলেজটি এম.পি.ও ভুক্ত করার ঘোষনা। নচেৎ এই কলেজটি অচিরেই বিলুপ্ত হওয়ার উপক্রম রয়েছে। যদি তাই হয় এলাকার হাজার হাজার শিক্ষার্থীর জীবন ইহকাল জীবনের জন্য ধংশ হয়ে যাবে।