শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রানীশংকৈলে আসছেন

মোঃ জিয়াউর রহমান,রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বুধবার (২৮ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানে আসছেন। মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান ২৬ অক্টোবর উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় আ’লীগ নেতা কর্মি, সাংবাদিক, জন প্রতিনিধি, ও সরকারী কর্মকর্তাদের সাথে এক প্রস্ত্ততি মূলক সভার আয়োজন করেন। একটি সূত্রে জানাযায় মন্ত্রী সরকারী ভাবে ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, রানীশংকৈল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্ভোধন করবেন এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে পৃথক ভাবে মতবিনিময় সভায় মিলিত হবেন। এদিকে আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক বলেন, মন্ত্রীর আগমন উপলক্ষে আ’লীগের পক্ষে গেট, ফুলের তোড়া সহ বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে।