বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলের গড়েয়াহাটে ফারইষ্টের সুধী সমাবেশ অনুষ্ঠিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : কাহারোল উপজেলার তের মাইল গড়েয়াহাটে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় একটি হলরম্নমে গড়েয়াহাট শ্রমিক কল্যাণ সমিতির সেক্রেটারী মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে সধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর জেএসভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ সৈয়দ আব্দুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর জেভিপি ও দিনাজপুর জোন ইনচার্জ মোঃ সাহেব আলী, কোম্পানীর জেলা কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হাফেজ। কোম্পানীর ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেণ খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মোখলেছুর রহমান, ব্যাঞ্চ ম্যানেজার হাফেজ মোঃ জহুরম্নল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে গড়েয়াহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সধীজন অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সঞ্চয়ের প্রতি গুরম্নত্বারোপ করেন এবং সকলকে সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে নিজের দেশের কল্যানে কাজ করার আহবান জানান।

Spread the love