বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলের পূর্ণভবা নদীটির বুকে এখন শুধু বালু চর

Kharul-brizকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা পূর্ণভবা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও ড্রেজিংয়ের অভাবে নদীর এই করম্নন অবস্থা। দিন দিন নাব্যতা হারিয়েছে নদীটি। নদীর দুই পাড়ে অবাধে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘর নির্মান করেছে স্থানীয় লোকেরা। এক সময় কৃষি কাজে সেচের জন্য এ এলাকার লোকজন এই নদীর পানি ব্যবহার করতেন। বর্তমানে নদী শুকিয়ে যাওয়ার ফলে নদী বাহিত পলি মাটি না পাওয়ার কারণে এ অঞ্চলের আবাদি জমি গুলো একদিকে যেমন উর্বতা হারাছে অন্যদিকে সেচের পানির অভাবে কমে গেচে কৃষি উৎপাদন। এলাকাবাসী জানান ২০-২২ বৎসর আগে নদী এলাকার মানুষ মাছের জন্য এ নদীর উপর নির্ভর করতেন। নদীতে আগের মত পানি না থাকায় অনেকে তাদের বাপদাদার পেশা ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নিচ্ছেন। নদীর মৎস্য সম্পদ কমে গেছে প্রায় ৯০ শতাংশ। এক সময় এই পূর্ণভবা নদীর পথে যাতায়াতের ব্যবসায়ীক কাজে নৌ-পথই ছিল একমাত্র অবলম্বন। দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় হাটটি সবচেয়ে বৃহত্তর হাট। তাই আজ থেকে ২০ বৎসর আগে জেলা শহর থেকে ব্যবসায়ীরা নদী পথে নৌকা নিয়ে কাহারোল হাটে ব্যবসা করার জন্য আসতেন। এখন নদীর বুকে শুধু বালু চর।

Spread the love