বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলের বলেয়ায় আদালতের নির্দেশকে অমান্য করে পুকুরের মাছ শিকারের অভিযোগ

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের আদালতের নির্দেশকে অমান্য করে পুকুরের মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মোছাঃ নুর বানুর ক্রয়কৃত একটি পুকুরে জোরপূর্বক একই এলাকার আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন, কালাম হোসেনের ছেলে শফিকুল, মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে জয়নাল হোসেন, আহসানের ছেলে নুর আফছার, হাবিবুল্লা এর ছেলে সোহরাব হোসেন, আতিকুল ইসলাম (বুরুজ) ও সিরাজুল ইসলাম একত্র হইয়া পুকুরের মাছ বিভিন্ন সময় বাজারে বিক্রি করে। যাহার দাগ নং-৫৭, মৌজা- বলেয়া, খতিয়ান-৪৮, জেএল নং-১৬, জমির পরিমাণ-২৬ শতাংশ। এব্যাপারে মোছাঃ নুরবানু বাদী হয়ে দিনাজপুর আমলী আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। যাহার মামরা নং-২০৩। বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আদালতের আদেশ কে অমান্য করে জোরপূর্বক পুকুরের মাছ শিকার করে যাচ্ছে। এব্যাপারে অসহায় নুরবানু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Spread the love