কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে ৩ দিন ব্যাপী মহানামজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুরের কাহারোল উপজেলা সদরে অবস্থিত কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরে গতকাল বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠিত মহানামযজ্ঞে সংকীর্ত্তন পরিবেশন করছেন রাই রসরাজ সম্প্রদায় (মহিলা দল) গোপালগঞ্জ, সোনার গৌর সম্প্রদায় (পুরুষ দল) সিলেট, জয়ধ্বনী সম্প্রদায় (মহিলা দল) পীরগঞ্জ, বৈষ্ণব সম্প্রদায় (পুরুষ দল) ডোমার, নীলফামারী, নব সম্প্রদায় (পুরুষ দল) জয়নন্দ, সচ্ছিদানন্দ সম্প্রদায় (পুরুষ দল) বৃহত্তর-দিনাজপুর সহ স্থানীয় সংকীর্ত্তন দল মহানাম পরিবেশন করতে দেখা যাচ্ছে।