
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ জীবন ব্যাপী সক্ষমতা- এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ই অক্টোবর ২০১৪ইং তারিখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক বিশাল র্যালী অনুষ্ঠিত। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে কাহারোল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতি সৌধ গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে, দূর্যোগ প্রশমন দিবসের উপলক্ষ্যে আলোচনা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা মোঃ আঃ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, উপজেলা ওয়ার্ল্ড ভিশন এর ম্যানেজার মি. রঞ্জন রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ছাত্র/ছাত্রীদের মাঝে দুর্যোগ প্রশমনের উপর চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।