
সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন। এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় কাহারোল উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং পল্লীশ্রী, সিডিএ ও মানব উন্নয়ন সংস্থা এর সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস/২০১৫ উদযাপন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে কাহারোল উপজেলা পরিষদ হতে এক বিশাল র্যালী ও সাইকেল র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়মে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা অংশগ্রহণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। সভাটি পরিচালনা করেন মোঃ আসাদুজ জ্জামান (পল্লীশ্রী)। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ৬ মার্চ মানব বন্ধন কর্ম সূচী পালন করা হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল।