
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ জুন/১৬ সকাল সাড়ে ১০ টার সময় আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উদযাপনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্মৃতি সৌধে গিয়ে দিবসটির উপর ভিত্তি করে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু ছাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামিম, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রুস্তম-জ্জামান সহ সরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা আলোচনায় বক্তৃতা করেন।