
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাপুরের কাহারোল উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১৪ অক্টেবর ১৫ ইং তারিখ উপজেলা অডিটোরিয়াম হল রুমে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত। উক্ত প্রতিযোগীতায় উপজেলার সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগীতা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্প কলা একাডেমির সভাপতি মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিল্প কলা একাডেমির সদস্য সচিব ও জেলা কালচারাল অফিসার মোঃ জুয়েল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আঃ হাই (ভারপ্রাপ্ত), উপজেলা কমিটির সদস্য সুকুমার রায়, প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ প্রমুখ।