কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় এনজিও এস,ইউ,পি,কে’র (সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র) উপজেলা টেকনিক্যাল অফিসার মোঃ আরিফ ইফতেখার দীর্ঘদিন ধরে কাহারোল ও খানসামা উপজেলায় নারী উন্নয়নের নামে যৌতুক ও ইভটিজিং এর বিরুদ্ধে কাজ করে আসছেন। কিন্তু লোকটি মুখে মিষ্টি ভিতরে যে এত গড়ল তা জানা যেত না। জানা গেল কয়েকদিন আগে। ঘটনার বিবরণে জানা যায় আরিফ ইফতেখার ইভটিজিং এর বিরুদ্ধে কথা বলতে যেয়ে খানসামা উপজেলার আংগার পাড়া গ্রামের মোঃ শাফিয়াত এর কন্যা নাজমা বেগমের সাথে প্রেমে পড়ে যান। তাদের দু’জনের মধ্যে প্রেম বিনিময় কালে আরিফ ইফতেখার নাজমা বেগমকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আরিফ ইফতেখার নাজমা বেগমকে বিয়ের অস্বীকৃতি জানালে অল্পের জন্য গণধোলাই থেকে বেঁচে যায়। ঐ দিন ১১ জুলাই/১৪ইং নাজমা বেগম হঠাৎ করে কাহারোলে এসে আরিফকে বিয়ে করার চাপ প্রয়োগ করে। কিন্ত আরিফ বিয়েতে রাজী না হলে এক পর্যায় কাহারোল এলাকার লোকজন আরিফকে চাপ প্রয়োগ করলে সে বিয়েতে রাজী হয়। পরে বেলী ফিলিং ষ্টেশনের ছাদে কাজী মোঃ আবুল হোসেনের দ্বারা তাদের দু’জনের মধ্যে রেজিষ্ট্রী বিয়ের সম্পন্ন হয়। এই বিয়ের ঘটনাকে কেন্দ্র করে কাহারোলে বর্তমানে চাঞ্চলতা সৃষ্টি হয়েছে।