বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কাহারোলে এস এস সি ও সমমান পরীক্ষায় ৮৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: সদ্য প্রকাশিত এস এস সি পরীক্ষায় ৬৯জন, দাখিল পরীক্ষায় ১৫জন ও কারীগরী ভোকেশনাল শাখায় ১জন ছাত্র/ছাত্রী এবার কাহারোল উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছে। এস এস সি পরীক্ষায় কাহারোল পাইল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮জন ছাত্রী জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। পরদিকে জয়নন্দ এস এস সি উচ্চ বিদ্যালয় থেকে ১৩জন ছাত্র/ছাত্রী জিপিএ- ৫ পেয়ে উপজেলার মধ্যে ২য় স্থানে রয়েছে। এস এস সি পরীক্ষায় রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৮জন, কান্তনগর এস  সি উচ্চ বিদ্যালয় থেকে ১জন, তাঁরগাও উচ্চ বিদ্যালয় থেকে ১জন, পশ্চিম মল্লিক পুর উচ্চ বিদ্যালয় থেকে ১জন, বনরা উচ্চ বিদ্যালয় থেকে ৩জন, ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, পূর্বসাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, কামর উচ্চ বিদ্যালয় থেকে ১জন, পূর্ব মল্লিকপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২জন, সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে ১জন, সাহাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১জন, তারাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১জন, বগদইর উচ্চবিদ্যালয় থেকে ৩জন, নিগমানন্দ পরম হংস উচ্চবিদ্যালয় থেকে ১জন, পূর্বমল্লিকপুর এম উচ্চ বিদ্যালয় থেকে ৩জন জিপিএ-৫ পেয়েছে। অপর দিকে কাহারোল বাজার ফাজিল মাদ্রসা থেকে ৩জন, বলরামপুর দাখিল মাদ্রসা থেকে ৭জন ও হাটিয়ারি মাদ্রসা থেকে ৫ জন এবং রুকুনপুর উচ্চ বিদ্যালয় (ভোকেশন) থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে।